‘আমার ভাষার সীমা,আমার জগতের সীমা’ – এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাইডার ইন্টারন্যাশনাল স্কুলে ২৩/০৪/২০২৫ তারিখে সিসি প্রাইমারি কর্তৃক “সেরা ভাষারাজ” প্রতিযোগিতা ২০২৪-২৫ অনুষ্ঠিত হয়। ১৩/০৪/২৫ তারিখে প্রতিযোগিতাটির ১ম পর্বে (বাছাই পর্ব) প্রথম থেকে পঞ্চম শ্রেণির সকল শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিটি শ্রেণি থেকে ৪ জন করে মোট ২০ জন শিক্ষার্থী চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত হয়। নির্বাচিত শিক্ষার্থীদের মোট ৪টি দলে বিভক্ত করা হয় – কথন, বর্ণন, লিখন, সৃজন।স্কুলের এলএমআর হলে আয়োজনটি শুরু হয় জাতীয় সংগীতের মাধ্যমে।মূল প্রতিযোগিতাটি ৮টি ভিন্ন পর্বে সাজানো হয়েছিল।
সেগুলো হলো- বর্ণানুক্রমিক, এসো ভাষার রাজ্যে, উচ্চারণ,বলো তো আমি কে?, ছন্দে ছন্দে, গানে গানে, শব্দবাজি এবং পদ্য থেকে গদ্যে। প্রতিটি পর্বেই ছিলো নির্দিষ্ট সময়সীমা এবং শিক্ষার্থীদের সৃজনশীলতা দেখানোর অনবদ্য সুযোগ। বিচারকমণ্ডলীর দায়িত্বে ছিলেন মিস পাপড়ী নন্দী, বিভাগীয় প্রধান- বাংলা বিভাগ ন্যাশনাল কারিকুলাম সিনিয়র শাখা, জনাব পুলক দেব দাশ, বাংলা বিভাগ, কেমব্রিজ কারিকুলাম সিনিয়র শাখা। প্রধান অতিথির আসন অলংকৃত করেন ও উদ্বোধনী ভাষণ দেন মাননীয় অধ্যক্ষ নীতী ত্রিপাঠী ম্যাম। অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন মিস ইশরাত দীনা এবং মিস কলি দাশ গুপ্তা (সিসি প্রাইমারি)। শিক্ষার্থীদের উৎসাহ দেওয়ার জন্য অভিভাবকবৃন্দও আমন্ত্রিত ছিলেন এবং তারাও একটি বিশেষ পর্বে অংশগ্রহণ করে অনুষ্ঠানটিকে আরও উপভোগ্য করে তোলেন। প্রতিযোগিতা শেষে বিজয়ী দল ‘লিখন’ দলকে ট্রফি প্রদানের মাধ্যমে পুরস্কৃত করা হয় এবং দলের প্রত্যেককে বিজয়ী মুকুট পরিয়ে দেওয়া হয়। ‘লিখন’ দলের সদস্যরা হলো দলনেতা প্রিয়ন্তি পারমিতা( ৫ম শ্রেণি), মানহা নাজ মুস্তাফা (৪র্থ শ্রেণি) , আনিশা রহমান আকসা (৩য় শ্রেণি), নাজিহা মাহমুদ (২য় শ্রেণি),আমাইরা মালিয়াত (১ম শ্রেণি)। বিজয়ী দল এবং অংশগ্রহণকারী দলের প্রত্যেককে সনদ প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে ধন্যবাদ জ্ঞাপনমূলক বক্তব্য রাখেন শাখা সমন্বয়ক (সিসি প্রাইমারি) জনাব এলেক্সসেস সেরাও।