সাইডার আন্তঃস্কুল বাংলা বিতর্ক প্রতিযোগিতা ২০২৩-২৪ গত ৫ অক্টোবর ২০২৩ বৃহস্পতিবার স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বাংলা এবং ইংরেজি মাধ্যম মোট সাতটি স্কুল ও কলেজ এতে অংশ নেয়। এরা হলো ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, ইস্পাহানি স্কুল এন্ড কলেজ, চিটাগং প্রামার স্কুল (ক্যাম্ব্রিজ), সাইডার ইন্টারন্যাশনাল স্কুল (এন.সি), বাংলাদেশ মহিলা সমিতি গার্ল হাই স্কুল এন্ড কলেজ, চিটাগং প্রামার স্কুল (এন.সি) এবং স্বাগতিক সাইডার ইন্টারন্যাশনাল স্কুল (ক্যাম্ব্রিজ)। এবারের বিতর্ক বিষয় ছিল নীতিবোধ সম্পন্ন দেশপ্রেমিক নাগরিক গড়ে তুলতে না পারার দায় মূলত শিক্ষাব্যবস্থার । স্কুল অধ্যক্ষ জনাব জ্ঞানেশ চন্দ্র ত্রিপাঠি মহোদয় অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন। বিচারকবৃন্দ, অতিথি ও শিক্ষক প্রতিনিধিগণকে পুষ্পদান ও উত্তরীয় পরিয়ে বরণ করেন অধ্যক্ষ জনাব জ্ঞানেশ চন্দ্র ত্রিপাঠি মহোদয় এবং সিনিয়র স্কুল সেকশন কোর্ডিনেটর জনাব প্রাণেশ রঞ্জন দাশ মহোদয়।
বিশেষ পদ্ধতির এ প্রতিযোগিতায় প্রতিটি স্কুল হতে পক্ষে এবং বিপক্ষে দুজন করে সর্বমোট ১৪ জন বিতার্কিক অংশগ্রহণ করে। অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ মহিলা সমিতি গার্লস স্কুল এন্ড কলেজ এবং রানার আপ খেতাব অর্জন করেছে ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজ। শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হয়েছে বাংলাদেশ মহিলা সমিতি গার্লস স্কুল এন্ড কলেজের তুখোড় তার্কিক আফিয়া তাসনিম। এছাড়া বিষয়ের পক্ষে প্রথম স্থান অধিকার করেছে সাইডার ইন্টারন্যাশনাল স্কুল (এন.সি)‘র আফিয়া জাহিন। দ্বিতীয় স্থান অধিকার করেছে ইস্পাহানি স্কুল এন্ড কলেজ’র সামিহা মাহাদিয়া রাইদা। তৃতীয় স্থান অধিকার করেছে সাইডার ইন্টারন্যাশনাল স্কুল (ক্যাম্ব্রিজ)’র ফাহামি ইবনে ওয়াহিদ। এবং বিপক্ষে প্রথম স্থান অধিকার করেছে বাংলাদেশ মহিলা সমিতি গার্লস স্কুল এন্ড কলেজ’র আফিয়া তাসনিম। দ্বিতীয় স্থান অধিকার করেছে ইস্পাহানি স্কুল এন্ড কলেজ’র আজিজা সিদ্দিকা সোহা। বিজয়ীদের হাতে বই, সনদ, ক্রেস্ট ও ট্রফি তুলে দেন বিচারক ও অতিথিবৃন্দ।
প্রতিযোগিতার বিচারক হিসেবে উপস্থিত ছিলেন জনাব স্টিভ অস্কার রোজারিও, সহকারী অধ্যাপক, ব্যবসায়-প্রশাসন বিভাগ, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম; জনাব মোহাম্মদ সাইফুদ্দিন মুন্না, সহকারী অধ্যাপক, ইলেকট্রিক এন্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম; ড. তানজিন শারমিন নিপুণ, সহযোগী অধ্যাপক, ফার্মাসি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক বিষয়ের কলামিস্ট ও প্রকৌশলী জনাব প্রদীপ কুমার দত্ত।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যুরো চীফ, বাংলাদেশ সংবাদ সংস্থা এবং সাবেক চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি জনাব কলিম সরওয়ার। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন সিনিয়র শিক্ষক জনাব আবদুল আজিজ, সৈয়দ আহমদ শামীম ও বিপ্লব মল্লিক।
সিনিয়র স্কুল সেকশন কোর্ডিনেটর জনাব প্রাণেশ রঞ্জন দাশ মহোদয় অতিথিমণ্ডলী, বিচারকমণ্ডলী, বিভিন্ন স্কুল থেকে আগত তার্কিক ও শিক্ষক প্রতিনিধিগণকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং আয়োজনকে সার্থক করার জন্য কৃতজ্ঞতা জানান।

Menu