সাহিত্যের একটি অনবদ্য শাখা হিসেবে কবিতা সকলের কাছে ভালোলাগার সুখপাঠ্য যা অবচেতন মনকে পৌঁছে দেয় পরিতৃপ্তি ও প্রশান্তির জগতে। আর তাই শুধুমাত্র কবিতাকে আরো বেশি পাঠকের কাছে পৌঁছে দিতে , জনপ্রিয় করে তুলতে , কবিতার ভুবনকে আরো বেশি অর্থবোধক, সমৃদ্ধময় করে তুলতে প্রতিবছর ২১শে মার্চ বিশ্ব কবিতা দিবস পালন করা হয়। জাতীয়, আঞ্চলিক এবং আর্ন্তজাতিক কবিতার আন্দোলনকে স্বীকৃতি ও প্রেরণা দিতে ১৯৯৯ সালে ইউনেস্কো কর্তৃক এ দিবসটি প্রস্তাবিত ও গৃহীত হয়েছিল।

বিশ্ব কবিতা দিবস উপলক্ষে সাইডার ইন্টারন্যাশনাল স্কুল, জাতীয় শিক্ষাক্রম, শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের কবিতা পাঠের আয়োজন করেছিল। এ দিন শিশু শ্রেণি থেকে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে তাদের পছন্দের ছড়া ও কবিতা আবৃত্তি করে শুনিয়েছিল। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা তাদের স্বরচিত কবিতা আবৃত্তির মাধ্যমে নিজেদের মনোগ্রাহী, সৃষ্টিশীল হিসেবে উপস্থাপন করে এবং শ্রোতাদের মননশীল সত্তাকে ভরিয়ে দেয়। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অনুপ্রাণিত করার জন্য স্কুলের উপাধ্যক্ষের হাতে  তাদের প্রশংসামূলক কার্ড প্রদান করা হয়।

Menu