“সাহিত্যের উদ্দেশ্য আনন্দ দান করা কিন্তু সে আনন্দটি গ্রহণ করাও নিতান্তই সহজ নহে;

তাহার জন্যও শিক্ষা এবং সাহায্যের প্রয়োজন”—কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮২তম প্রয়াণ দিবস উপলক্ষে সাইডার ইন্টারন্যাশনাল স্কুলের জাতীয় শিক্ষাক্রম, সিনিয়র শাখার আয়োজনে গত ৬ আগস্ট, ২০২৩ তারিখে বাংলা সাহিত্য সপ্তাহ উদ্যাপন করা হয়। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বাংলা বিভাগীয় প্রধান মিস্ পাপড়ী নন্দী। তারপর বক্তব্য প্রদান করেন সাইডার ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ জ্ঞানেশ চন্দ্র ত্রিপাঠী মহোদয়। তিনি তাঁর বক্তব্যে বরাবরের মতই বাংলা ভাষা ও বাংলা সংস্কৃতির চর্চা অব্যাহত রাখার প্রতি জোর দেন। এরপর শিক্ষার্থীরা রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনীভিত্তিক একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপন করে। অনুষ্ঠানের প্রধান আকর্ষণীয় দিক ছিল শিক্ষার্থীদের জন্য বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করা।

এই প্রতিযোগিতায় ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের জন্য শুদ্ধ বানান চর্চা, ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য কবিতা আবৃত্তি এবং অষ্টম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য মায়ের কাছে খোলা চিঠি পাঠের আয়োজন করা হয়। প্রতিটি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সাবলীল উপস্থাপনা উপস্থিত সকলের প্রশংসা কুড়িয়েছে। প্রতিযোগিতার শেষে উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত প্রধান অতিথি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক এবং সিন্ডিকেট সদস্য জনাব মোহাম্মদ আলী তাঁর মূল্যবান বক্তব্য প্রদান করেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে মাতৃভাষার গুরুত্ব ও মর্যাদার দিক তুলে ধরেন। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন মিস্ মুক্তি চৌধুরী, সেকশন কোর্ডিনেটর, জাতীয় শিক্ষাক্রম, সিনিয়র শাখা। তিনি এ ধরনের একটি প্রাণবন্ত সাহিত্য সপ্তাহ উদ্ যাপনের জন্য শিক্ষক এবং শিক্ষার্থীদের প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের সুকুমার বৃত্তির বিকাশেও সহায়ক বলে মন্তব্য করেন। পরিশেষে তিনি সকলের সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন।

বিজয়ীদের নাম :

বানান প্রতিযোগিতা – ইফরিত জামান, ৭ম শ্রেণি

খোলা চিঠি প্রতিযোগিতা – আফিয়া জাহিন, ৯ম শ্রেণি

আবৃত্তি প্রতিযোগিতা  –  ‘ক’ বিভাগ

আজরিন রেহনুমা সাইফ, ৬ষ্ঠ শ্রেণি (প্রথম স্থান)

ওয়ারিজা নুদরাত ওয়ারা, ৬ষ্ঠ শ্রেণি (দ্বিতীয় স্থান)

শ্রেয়সীনি দাশ, ৬ষ্ঠ শ্রেণি (তৃতীয় স্থান)

আবৃত্তি প্রতিযোগিতা ‘খ’ বিভাগ

ফাইরুজ ওয়াহেদ চৌধুরী, ৯ম শ্রেণি (প্রথম স্থান)

নওরিজা হাবীবা নাজাফ, ৮ম শ্রেণি (দ্বিতীয় স্থান)

পার্থ সারথী চৌধুরী,  ১০ম শ্রেণি (তৃতীয় স্থান)

Menu