জোরের যুক্তি নয়, যুক্তির জোর চাই, এই শ্লোগানে গত ১২ মে ২০২৪ ন্যাশনাল কারিকুলাম, সিনিয়র শাখার আয়োজনে অনুষ্ঠিত হলো বাংলা বিতর্ক প্রতিযোগিতা – ২০২৪। এবারের বিতর্কের বিষয় ছিল মানবিক, দক্ষ ও বৈশ্বিক নাগরিক সৃষ্টিতে নতুন শিক্ষাক্রম যথোপযুক্ত। উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন সম্মানিত নির্বাহী পরিচালক ও মাননীয় অধ্যক্ষ জ্ঞানেশ চন্দ্র্র ত্রিপাঠী মহোদয় এবং মাননীয়া উপাধ্যক্ষ নীতি ত্রিপাঠী মহোদয়া।
আয়োজনের শুরুতেই স্বাগত বক্তব্য প্রদান করেন মুক্তি চৌধুরী মহোদয়া, সেকশন কোঅর্ডিনেটর, ন্যাশনাল কারিকুলাম, সিনিয়র শাখা। এরপরেই মাননীয়া উপাধ্যক্ষ নীতি ত্রিপাঠী মহোদয়া তার বক্তব্যে এই ধরনের আয়োজনের ভূয়সী প্রশংসা করেন।
এরপর সম্মানিত নির্বাহী পরিচালক ও মাননীয় অধ্যক্ষ জ্ঞানেশ চন্দ্র ত্রিপাঠী বক্তব্য প্রদান করেন। তিনি বাংলা বিতর্কে অংশগ্রহণকারী তার্কিকদের প্রশংসা করেন। তিনি শিক্ষার্থীদের মাতৃভাষার প্রতি গুরুত্ব দেয়ার কথা বলেন।
বিতর্ক প্রতিযোগিতায় পক্ষ দলের সদস্যরা ছিল হামিম মাহমুদ্, ওয়াফা জাবিয়াহ ও তাদের দলনেতা ইশরাক তারান্নুম এবং বিপক্ষ দলের সদস্যরা ছিল জারা চৌধুরী, নাওফা এরফান চৌধুরী ও তাদের দলনেতা নওরিজা হাবিবা নাজাফ। দুপক্ষের প্রাণবন্ত বিতর্কে উচ্ছ্বসিত হয়ে উঠে মিলনায়তন হল। বিতর্কে জয় লাভ করে পক্ষ দল আর শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় পক্ষ দলের তার্কিক ওয়াফা জাবিয়াহ। বিতর্ক অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন রেহেনা ইয়াসমিন, শিক্ষক, সিসি জুনিয়র শাখা এবং পুলক দেব দাশ, শিক্ষক, সিসি সিনিয়র শাখা। বিচারকবৃন্দকে শুভেচ্ছা কার্ড প্রদান করেন বাংলা বিভাগের প্রধান পাপড়ি নন্দী মহোদয়া। তিনি অনুষ্ঠান অয়োজনের সাথে সংশ্লিষ্ট শিক্ষক রিফাত তাহসিন, চিন্ময়ী শ্যামা চৌধুরী ও সত্যঞ্জয় বণিক এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। পুরো আয়োাজনটি সঞ্চালনা করে নবম শ্রেণির শিক্ষার্থী সাফওয়ানা সামরিন সেহের এবং বিতর্ক প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করে অষ্টম শ্রেণির শিক্ষার্থী সিরাজুম মুনির ওহি।