প্রতিবারের মত এবারও সাইডার ইন্টারন্যাশনাল স্কুল এন.সি. সিনিয়র শাখা বিতর্ক প্রতিযোগিতা ২০২৫ এর আয়োজন করে। বাংলা বিভাগের তত্ত্বাবধানে বিতর্ক প্রতিযোগিতার এবারের বিষয় ছিল “কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের কর্মসংস্থানে আশীর্বাদ”।

প্রতিযোগিতায় পক্ষ দলের সদস্য ছিল ইব্রাহিম খলিলুর রহমান ,ইশরাক তারান্নুম এবং তাদের দলনেতা নওরিজা হাবিবা নাজাফ। বিপক্ষ দলের সদস্যরা ছিল সিরাজুর মনির ওহি ,ইয়াসিন আরাফাত এবং তাদের দলনেতা ওয়াফা জাবিয়াহ হোসেন ।

আয়োজনের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন মিস মুক্তি চৌধুরী ,শাখা সমন্বয়ক, এন.সি সিনিয়র শাখা। এরপর অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শাখার সম্মানিত অধ্যক্ষ নীতি ত্রিপাঠী। তিনি তাঁর মূল্যবান বক্তব্য প্রদান করেন। বক্তব্যের শুরুতে তার্কিকদের শুভেচ্ছা জানান এবং বিতর্ক সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন।

প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন জনাব আজিজ কাজল,সম্মানিত বাংলা শিক্ষক ক্যামব্রিজ, সিনিয়র শাখা এবং কামরুন নাহার ফেরদৌসি,সম্মানিত বাংলা শিক্ষক,ন্যাশনাল কারিকুলাম, প্রাইমারি শাখা। অনুষ্ঠানের মডারেটর সাফিয়া আমিনের পরিচালনায় বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়। পক্ষ – বিপক্ষ দলের যুক্তি খন্ডনের মাধ্যমে বিতর্ক প্রতিযোগিতার সমাপ্তি ঘটে। বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হয় পক্ষ দল এবং শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় নবম শ্রেণির শিক্ষার্থী ওয়াফা জাবিয়াহ হোসেন।

বাংলা বিভাগীয় প্রধান মিস পাপড়ি নন্দী অনুষ্ঠান আয়োজনে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং
সুন্দর বিতর্ক প্রতিযোগিতা উপহার দেওয়ার জন্য শিক্ষার্থীদের ধন্যবাদ জানান। আয়োজনের শেষে বিজয়ী ও বিজেতা দলকে পুরস্কার প্রদান করা হয়। পুরো আয়োজনের সঞ্চালনার দায়িত্বে ছিল দশম শ্রেণির শিক্ষার্থী সাফওয়ানা সামরিন সেহের। সবশেষে তার্কিক ও উপস্থিত অতিথিদের সমন্বিত ফটোসেশনের মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘটে।

বিজয়ী দল :
পক্ষ দল:
১) ইব্রাহিম খলিলুর রহমান
২) ইশরাক তারান্নুম
৩) নওরিজা হাবিবা নাজাফ
শ্রেষ্ঠ বক্তা :
ওয়াফা জাবিয়াহ হোসেন (বিপক্ষ দল)

Menu