বাংলা আমাদের মায়ের প্রিয় মুখের ভাষা। বাংলা আমাদের আবেগ ও অনুভূতির ভাষা। বাংলা পড়ার মাধ্যমে আমাদের চিন্তা চেতনার চর্চাটা ও বাংলায় হবে । এই ভাষা চর্চার উদ্দেশ্যকে সামনে রেখে ৬ই মে, ২০২৪ এ সাইডার এন. সি. প্রাইমারি শাখায় অনুষ্ঠিত হয়েছিল বই পড়ার মাসিক কার্যক্রম ‘বাংলা ডিয়ার ডে’ ।

 

এই কার্যক্রমে প্রথম শ্রেণি হতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা নিজেদের পছন্দনীয় বই পড়ে একটি মূল্যায়ন পর্বে অংশ  নিয়েছিল। মূল্যায়ন পর্বে সেরা নৈপুণ্য প্রদর্শনকারী শিক্ষার্থীরা হলো :

প্রথম  ‘ক’ –  রুকনিন সাদিদ্                        তৃতীয় ‘খ’- মোহাম্মদ মুহতাসীম জাওয়াদ

প্রথম ‘খ’-  রাবিবা রহমান মিশেল                  চতুর্থ ‘ক’-  লাবিব রাইয়ান

দ্বিতীয় ‘ক’ – সিদরাতুল মুনতাহা                    চতুর্থ ‘খ’ – মোহাম্মদ আহিল তারাজ

 দ্বিতীয় ‘খ’ – সাইমুন ইসলাম মোল্লা               পঞ্চম ‘ক’- আয়ান হাসান

তৃতীয় ‘ক’- সামীহা মুনতাহারা আশফিয়া        পঞ্চম ‘খ’  – মাশিয়া হক মানহা

সাইডার বিশ্বাস করে — বাংলা পড়তে পারা বলতে বোঝানো হয় বুঝে পড়া, কেবল উচ্চারণ করে পড়া নয়। আর লিখতে পারা বলতে বোঝানো হয় নিজের মতো লিখতে পারা।

Menu