কবিতা, সাহিত্যের এক নান্দনিক প্রকাশ। ভাষার গুণাবলী, শব্দ প্রতীকে মূর্ত হয়ে ওঠে কবিতায়। তাইতো কবিতা প্রতিযোগিতার মূল উদ্দেশ্য হল বাংলা ভাষার সৌন্দর্য ও বৈচিত্র্যকে ছড়িয়ে দেওয়া এবং শিক্ষার্থীদের মধ্যে সাহিত্যের প্রতি ভালোবাসা ও অনুরাগ তৈরি করা। এই বিষয়টিকে প্রতিপাদ্য করেই সাইডার ইন্টারন্যাশনাল স্কুল, ন্যাশনাল কারিকুলাম প্রাক-প্রাথমিক শাখা ২৩শে মে আয়োজন করেছিলো বাংলা কবিতা আবৃত্তি প্রতিযোগিতা-২০২৪ এর। মূলত, নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মধ্যে বাংলা ভাষা ও সাহিত্যের প্রতি গভীর অনুরাগ সৃষ্টি ও কবিতার মাধ্যমে ভাষার শুদ্ধ ব্যবহার, সঠিক উচ্চারণ এবং বাচনভঙ্গির উন্নতি করতেই এই প্রতিযোগিতার আয়োজন। এই আয়োজনের বাছাই পর্বে প্লে গ্রুপ- শিশু শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছিলো। মোট ১৬ জন প্রতিযোগি বাছাই পর্বে নির্বাচিত হয়ে চূড়ান্ত পর্বে অংশ গ্রহণ করার সুযোগ পেয়েছিল। মূল অনুষ্ঠানটি শুরু হয়েছিল জাতীয় সংগীত ও মাননীয় নির্বাহী পরিচালক জ্ঞানেশ চন্দ্র ত্রিপাঠী মহোদয়ের উদ্ভোধনী বক্তব্যের মাধ্যমে। এর পরেই বক্তব্য রাখেন মাননীয় উপাধ্যক্ষ মিস নীতি ত্রিপাঠী।
কবিতা প্রতিযোগিতার আয়োজনে বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত ছিলেন ক্যামব্রিজ কারিকুলাম প্রাথমিক শাখার শিক্ষিকাদ্বয় মিস তাজিন হুসেইন এবং মিস ইফফাত ইব্রাহিম। আমাদের সাথে আরো উপস্থিত ছিলেন ন্যাশনাল কারিকুলাম প্রাক-প্রাথমিক ও প্রাথমিক শাখার শাখা-সমন্বয়ক মিস আমরিন হোসাইন, শাখা সহঃ সমন্বয়ক মিস ফাহমিদা হায়দার, দায়িত্বরত শিক্ষকবৃন্দ এবং অভিভাবকবৃন্দ।
আমাদের ক্ষুদে শিক্ষার্থীরা সুন্দর ও মনোমুগ্ধকর সাবলীল উপস্থাপনের মাধ্যমে তাদের সৃজনশীলতা এবং আত্মবিশ্বাস প্রদর্শন করতে সক্ষম হয়েছে। সম্মানিত অভিভাবকবৃন্দের উপস্থিতি এই অনুষ্ঠানটিকে নিঃসন্দেহে প্রাণোজ্জ্বল করে তুলেছিল। অনুষ্ঠানটির শেষ পর্যায়ে মিস আমরিন হোসাইন বক্তব্য রাখেন ও ফলাফল ঘোষণার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। প্রতিটি শ্রেণি থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী নির্বাচিত করা হয়েছিল। প্লে গ্রুপ থেকে দুইজন যুগ্মভাবে প্রথম স্থান অর্জন করেছিল।
সবশেষে বলা যায় যে, যেকোনো প্রতিযোগিতা শুধুমাত্র একটি প্রতিযোগিতা নয়, এটি শিক্ষার্থীদের মানসিক ও সৃজনশীল বিকাশের একটি মাধ্যমও বটে। তাই প্রতিটি শিক্ষার্থীকে নিজেদের প্রতিভা প্রদর্শন, ভাষাগত ও সাংস্কৃতিক দক্ষতা প্রদর্শন করতে কবিতার মঞ্চ উপস্থাপনের সুযোগ সৃষ্টি করে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয়। বাংলা কবিতা আবৃত্তি প্রতিযোগিতাটি আমাদের ক্ষুদে শিক্ষার্থীদের জন্য একটি স্মরণীয় ও শিক্ষণীয় অভিজ্ঞতা হিসেবে থাকবে।