১৩ই ফেব্রুয়ারি,২০২৪ খ্রিঃ,সাইডার ইন্টারন্যাশনাল স্কুল,জাতীয় শিক্ষাক্রম, প্রতিবারের মত এবারও বসন্ত উৎসবের আয়োজন করে। প্রত্যেক ফাগুনে বসন্ত ঋতুকে সাদরে বরণ করার জন্যই এই উৎসবের আয়োজন করা হয়। বসন্ত বরণের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. সুদীপা দত্ত, অধ্যক্ষ, সরকারী সিটি কলেজ চট্টগ্রাম।বিশেষ অতিথি মানজুমা মোরশেদ, ডিরেক্টর, মেন্টরস,চট্টগ্রাম এবং উপাধ্যক্ষ নীতি ত্রিপাঠী মহোদয়ের উপস্থিতি এই অনুষ্ঠানকে আরও বর্ণিল করে তোলে। উক্ত বসন্ত উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, পিঠা উৎসব ও গানের উন্মুক্ত মঞ্চায়ন। বসন্তের নৃত্য-গীতের পরিবেশনায় উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও শ্রোতারা এই অনুষ্ঠানকে নতুন মাত্রা দেয়। সম্মানিত অভিভাবকবৃন্দ ও সকলের অংশগ্রহণ এই সাংস্কৃতিক আয়োজনকে আরও উৎসবমুখর করে তুলেছিল।

ঐতিহ্যবাহী এই পিঠা উৎসবের উদ্বোধন করেন শ্রদ্ধেয় উপাধ্যক্ষ এবং অতিথি মহোদয়। পিঠার নানা স্টল পরিদর্শন, সুস্বাদু পিঠা ও ভিন্ন ধরনের আহার আয়োজন উপভোগের মাধ্যমে তাঁরা অনুষ্ঠানের পরিবেশকে দ্বিগুণ রাঙিয়ে তুলেছিলেন। পরিশেষে পিঠার ভরপেট আহারে এবং পূর্ণানন্দে সমাপ্তি ঘটে এই বাসন্তিক সম্ভাষণের।

Menu