আপনার সন্তান আস্তে আস্তে বড়ো হয়ে উঠছে। তার সাইকোলজি বা মনস্তত্ত্ব বোঝার চেষ্টা করুন। আপনার আশপাশের পরিবেশ সুস্থ ও সজীব রাখুন। রঙ-বেরঙের সোনালি ও বর্ণালি ভাল ভাল বই দিয়ে, যতটুকু পারা যায় আপনার ঘরটাকে সবুজ রাখুন। প্রকৃতির অলঙ্কার ও জীববৈচিত্র্যের অহঙ্কার গাছপালা, লতাপাতা, ফুল-পাখি, মন ছুঁয়ে যাওয়া বৃষ্টি, প্রজাপতির সৌন্দর্য সে উপভোগ করতে পারছেনা।

ভ্রমণ মানুষকে সমৃদ্ধ করে। মানুষের মনকে বড়ো করে, ইতিবাচক করে। আপনি আপনার সন্তানকে নিয়ে বছরে একবার করে হলেও কোথাও ঘুরে আসুন। আপনার সবুজ শ্যামল গ্রামটা তাকেও দেখতে দিন। আপনার প্রকৃতিলগ্ন শৈশব কেমন ছিলো, জায়গাটি আঙুল দিয়ে দেখিয়ে দিন; প্রাণবন্ত হাস্যোজ্জ্বল রসে সেটাকে পরখ করার সুযোগ দিন। এভাবে সন্তানকে বেশি বেশি গাছপালা, প্রকৃতি, পাহাড় দেখার সুযোগ দিন। প্রকৃতিকে সরাসরি দেখার মাঝে যে উপভোগের আনন্দ আছে, সেটা অবচেতনে আপনি এবং আপনার সন্তানের মানসিক স্বাস্থ্যকেও নানাভাবে সুরক্ষিত রাখছে। আপনার আয়ুষ্কাল বাড়ছে। মানসিক স্বাস্থ্যের উন্নতি হচ্ছে।

ধীরে ধীরে আপনি আপনার সন্তানের অনিবার্য বন্ধু হয়ে উঠুন। সুখে-দুঃখে বিপদে-আপদে নির্দ্বিধায় সে যেনো আপনাকে কাছে পায়। শা্রীরিক ও মানসিকভাবে সবসময় আপনি তার পাশে থাকুন। তার কণ্ঠস্বর (বয়:সন্ধি কাল…) বোঝার চেষ্টা করুন।

নগরায়ন ও শিল্পায়নের ক্রমবর্ধমান এই জীবনে  সরাসরি সবুজ দেখা থেকে আপনার সন্তান বঞ্চিত হচ্ছে। তার রুচির সৌন্দর্যজ্ঞান ও দৃষ্টিকে নান্দনিক করে তোলার সহজিয়া পথ আজ অবরুদ্ধ। মোবাইল, ল্যাপটপ, নেট-ইন্টারনেটের ক্ষতিকর আসক্তি থেকে আপনার সন্তানকে আপাতত দূরে রাখুন। বাবা-মা, বড়ো ভাইবোন, গুরুজন বা শিক্ষক- আস্তে আস্তে এর ভাল এবং ক্ষতিকর দিকগুলো সম্পর্কে বন্ধুসুলভ আচরণে বুঝিয়ে দিন। অন্তত কয়েকটি মজাদার এ্যালফেবেট বা বর্ণমালা, চারুকলা, শিশুতোষ গল্প, কবিতা বা ছড়ার বই ঘরে রাখুন। এ সকল বই তার সুপ্ত সম্ভাবনাকে, তার সৃজনশীল কল্পনাশক্তিকে বাড়াবে। এভাবে তার মনটাও যেনো আস্তে আস্তে সুন্দর ও ইতিবাচক হয়ে ওঠে। সর্বোপরি তাকে একজন ভাল মানুষ হওয়ার শিক্ষা দিন।

আজিজ কাজল

সিনিয়র শিক্ষক, বাংলা বিভাগ।

1 Comment.

  • Md. Ziaul Alam
    October 8, 2017 4:37 am

    Thanks for writing a very important for the time. We have to be very careful to nursing our child as they are growing in such environment that there is every possibility to be misguided.

Menu