বিনোদন থেকে শিক্ষা, অবসর যাপন থেকে নিঃসঙ্গতা দূর-সব ক্ষেত্রেই বই পড়াকে শ্রেষ্ঠ অবলম্বন হিসেবে ধার্য করা হয়। একটি ভালো বই এবং তার থেকে প্রাপ্ত জ্ঞান কখনও নিঃশেষ হবে না এবং তা চিরকাল হৃদয়ে জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে রাখবে। জীবনের জন্য, জীবনে সফলতার জন্য এবং মানবসভ্যতার বিকাশের জন্য প্রয়োজন বই। বই যোগাযোগ দক্ষতা ও বাচনভঙ্গি উন্নত করে। যারা বই পড়েন তারা খুব সহজেই অন্যের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারেন। তারা জানেন কোন পরিস্থিতিতে কী কথা বলতে হয় এবং কার সঙ্গে কীভাবে কথা বলতে হয়। ভার্বাল ও নন ভার্বাল কমিউনিকেশনে বইয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ।
বই পড়ার অভ্যাস করতে হয় ছোটবেলা থেকেই। বলা যায়, প্রাইমারি এবং মাধ্যমিক পর্যায় হলো বই পড়ার অভ্যাস গড়ার ক্ষেত্রে উপযুক্ত সময়। বই মানুষের মনের দরজা খুলে দেয়। মানসিক শক্তি জোগায়।
এই লক্ষ্যে শিক্ষার্থীদেরকে এগিয়ে নিয়ে যেতে গত ৫ই সেপ্টেম্বর’২০২৩,মঙ্গলবারে সাইডার কেম্ব্রিজ জুনিয়র শাখায় অনুষ্ঠিত হয়েছে বই পড়ার মাসিক কার্যক্রম “বাংলা ডিয়ার ডে”। । এই দিবসটিকে উৎসবমুখরভাবে পালন করা হয় সাইডার এর প্রাথমিক শাখায় এবং সেই উৎসবে শিক্ষার্থীদের জন্য নানামুখী আকর্ষণ ও তৈরি করা হয়। শিক্ষার্থীরা তাদের পছন্দের বই পড়ে একটি মূল্যায়ন পর্বে অংশ নিয়েছে। প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা উৎসাহ ও উদ্দীপনার সাথে এ কর্মসূচিতে অংশ নেয়। মূল্যায়ন পর্বে সেরা পারদর্শিতা প্রদর্শনকারী শিক্ষার্থীরা হলোঃ
প্রথম ‘ক’-নাজিহা মাহমুদ প্রথম ‘খ’– আহমেদ নাযিদ হাসান ভুঁইয়া
দ্বিতীয় ‘ক’– আলিশা রহমান আফসা দ্বিতীয় ‘খ’– হৃদয়া দে রুহি
তৃতীয় ‘ক’– আয়ানা আয়াত আলিম তৃতীয় ‘খ’– মানহা নাজ মুস্তাফা, ওয়াফা আহমেদ বুশরা
চতুর্থ ‘ক’– মোহাম্মদ আবদুল মুনায়েন চতুর্থ ‘খ’– প্রত্যয় সাহা
পঞ্চম ‘ক’– রামিজা সাহানুন, নিশান কুমার শীল পঞ্চম ‘খ’– মুনতাফিনা মুসাররাত ইথিনা, নুফাইসা তাহলিল