“আজি কইবো কথা কবিতায়, কবিতায় কেটে যাক কিছুটা প্রহর।” এই স্লোগানে মুখরিত হয়ে গত ২৩শে মে, ২০২৪ ইং তারিখে সাইডার ইন্টারন্যাশনাল স্কুলের এল, এম, আর হলরুমে অনুষ্ঠিত হয়ে গেল প্রাথমিক শাখার বাংলা কবিতা আবৃত্তি প্রতিযোগিতা- ২০২৪। গত ৯ই মে এই প্রতিযোগিতার বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছিল।বাছাই পর্বে প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের উচ্চারণ, অভিব্যক্তি ও উপস্থাপনের উপর ভিত্তি করে চূড়ান্ত পর্বের জন্য মোট ৩০ জন শিক্ষার্থী নির্বাচিত হয়।
চূড়ান্ত পর্বের অনুষ্ঠানের শুভ সূচনা হয় জাতীয় সঙ্গীতের মাধ্যমে। এরপর স্কুলের নির্বাহী পরিচালক জ্ঞানেশ চন্দ্র ত্রিপাঠী মহোদয় উদ্বোধনী বক্তব্য দেন। এরপর দুজন শিক্ষার্থী-চতুর্থ শ্রণেরি অনিন্দ্য দীপ্ত চাকমা ও ৩য় শ্রেণির শাফানা আনোয়ারের মজার নাটিকা অভিনয়ের মাধ্যমে প্রতিযোগিদের অনুষ্ঠানস্থলে স্বাগত জানানো হয়। এ অনুষ্ঠানে বিচারকমণ্ডলীর আসন অলংকৃত করতে উপস্থিত ছিলেন স্কুলের বাংলা শিক্ষিকা রিফাত তাহসিন চৌধুরী, জাতীয় শিক্ষাক্রম, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শাখা এবং ইসরাত দীনা, ক্যামব্রিজ কারিকুলাম, প্রাইমারি শাখা । নির্বাচিত শিক্ষার্থীরা বাংলা সাহিত্যের বিখ্যাত সব কবির কবিতা আবৃত্তি করার মাধ্যমে অত্যন্ত দক্ষতার সাথে নিজেদের উপস্থাপন শৈলী ও সাবলীলতা প্রদর্শন করে, যা উপস্থিত শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ, বিচারকদের মুগ্ধ করেছিল। প্রতিযোগিতার শেষ পর্যায়ে সম্মানিত উপাধ্যক্ষ নীতি ত্রিপাঠী ম্যাম তাঁর সমাপনী বক্তব্যে শিক্ষার্থীদের অনবদ্য সব কবিতা উপস্থাপনার প্রশংসা করেন, বিচারকমন্ডলীদের ধন্যবাদ কার্ড দিয়ে সম্মানিত করেন এবং বিজয়ীদের নাম ঘোষণা করেন। মূলত পুরো অনুষ্ঠানটি ছিল ভাষার সৌন্দর্য ও বৈচিত্র্যতাকে ছড়িয়ে দিয়ে শিক্ষার্থীদের মধ্যে বাংলা সাহিত্যের প্রতি ভালোবাসা ও আবেগ তৈরি করা। এ প্রতিযেগিতায় প্রত্যেক শ্রেণি থেকে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী নির্বাচিত হয়েছিল।